খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো যুবলীগ নেতাকে
- আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে অরুয়াইল বাজারের পুলিশের ক্যাম্পের সামনের এলাকায় এই ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামাসহ অন্যান্য মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পরে গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে বিভিন্ন মামলার আসামি হন। ওই দিন সন্ধ্যার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে ক্যাম্পে নিয়ে আসার সময় সেখানে উপস্থিত হন তার ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তার গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশ’ সদস্য। তারা তখন তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য চাপ দেয়। পরে রাতে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজি অটোরিকশায় করে সরাইল থানার পথে যাওয়ার সময় হামলার সম্মুখীন হন তারা। এই সময় ছিনিয়ে নেওয়া হয় গাজী বোরহানকে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ছিনিয়ে নেওয়া গাজী বোরহানকে উদ্ধার ও গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
প্রিন্ট















