, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার এলাকায় বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিতে আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এই ঘটনা ঘটে। সেই সঙ্গে গুলিতে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকের কাছে অস্ত্র ধরে গুলি চালান। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন ভীত হয়ে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর আহত এরশাদ উল্লাহকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো বলে জানা গেছে। পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিক সূত্রে জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গোষ্ঠী সরওয়ার বাবলার লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

আপডেট সময় ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার এলাকায় বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিতে আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এই ঘটনা ঘটে। সেই সঙ্গে গুলিতে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকের কাছে অস্ত্র ধরে গুলি চালান। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন ভীত হয়ে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর আহত এরশাদ উল্লাহকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো বলে জানা গেছে। পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিক সূত্রে জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গোষ্ঠী সরওয়ার বাবলার লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।


প্রিন্ট