রাশিয়ার হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে ৪ জন নিহত
গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ২
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের
নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের মেডিকেল টিম
ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক
সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের মরদেহ
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারি ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
পরকীয়া করতে গিয়ে ধরা ৩ সন্তানের জনক-জননী
মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা বড় ভাইয়ের
- আপডেট সময় ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিবাদের জের ধরে বড় ভাই ছোট ভাইয়ের সাথে মারামারি করবেন বলে ঘোষণা দেন; সেটি পুরো গ্রামে মাইক দিয়ে জানিয়ে দেন নিজেই। এই ঘোষণা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। গত ৬ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে এই ঘটনা ঘটে। সেই দিন দুপুরে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া রিকশায় করে গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, জুমার নামাজের পরে তিনি তার ছোট ভাই হাবিজার সাথে মারামারি করবেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস মিয়া ও তার ছোট ভাই হাবিজার মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ হলেও সমাধান হয়নি। শেষমেশ ক্ষোভে তিনি নিজে মাইকে মারামারির ঘোষণা দেন। এই ঘোষণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এ প্রসঙ্গে আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আমার ছোট ভাই অনেক দিন ধরেই আমার জমি দখল করে আছে। বহুবার সালিশির মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু কিছু হয়নি। এজন্য আমি মাইকিং করে জানিয়ে দিয়েছি—আমার জমি বুঝে নিতে আমি নিজের উপায়ে নামব। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টু বলেন, আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে তাদের মধ্যে সমঝোতা করানো হয়েছে। তিনি স্বীকার করেন, মাইক দিয়ে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।
প্রিন্ট





















