, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৪ বসতঘরে আগুন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার সময় কিছু বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানো হয় এবং চারটি বসতঘরে অগ্নি সংযোগ করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এতে আহত হন তিনজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, বালু মহল দখল ও ঝুট সেক্টর নিয়ন্ত্রণের জন্য থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে এবং টিন সেটের বাড়ি-ঘরে ভাঙচুর চালায়। একে একে চারটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা তাদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে। আগুনে পুড়িয়ে ফেলা হয় আব্দুল জব্বারের সমর্থক রহিস উদ্দিন, তুক্কি মিয়া, বাদশা ও জাতীয় পার্টির নেতা সজীবের বসতঘর। এ ঘটনায় আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানায় সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম। সংঘর্ষ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আহত তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৪ বসতঘরে আগুন

আপডেট সময় ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার সময় কিছু বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানো হয় এবং চারটি বসতঘরে অগ্নি সংযোগ করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এতে আহত হন তিনজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, বালু মহল দখল ও ঝুট সেক্টর নিয়ন্ত্রণের জন্য থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে এবং টিন সেটের বাড়ি-ঘরে ভাঙচুর চালায়। একে একে চারটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা তাদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে। আগুনে পুড়িয়ে ফেলা হয় আব্দুল জব্বারের সমর্থক রহিস উদ্দিন, তুক্কি মিয়া, বাদশা ও জাতীয় পার্টির নেতা সজীবের বসতঘর। এ ঘটনায় আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানায় সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম। সংঘর্ষ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আহত তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


প্রিন্ট