‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পথ’: পোপ লিও
খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী: মুশফিকুর রহমান
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির
ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৫
ইন্দোনেশিয়ার বন্যায় মৃত্যু ৫০০ ছাড়াল
রাশিয়ার হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে ৪ জন নিহত
গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ২
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের
নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এখনও একটি মহল লিপ্ত: রহমাতুল্লাহ
- আপডেট সময় ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনও কিছু একটি গোষ্ঠী এর বিরোধিতা ও ভ্রান্তিমূলক অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশালে নিজ বাসভবনে মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ অবস্থানে রয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ পরিবর্তনের জন্য, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিবিহীন দেশ কখনো স্থিতিশীলতা অর্জন করতে পারে না। অর্থনীতিকেও সঠিক পথে ফেরানো সম্ভব নয়। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন এখন সময়ের দাবি। তিনি সতর্ক করে বলেন, এখনও কিছু একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সবাইকে তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। দলের সাংগঠনিক বিষয়ে রহমাতুল্লাহ বলেন, বিএনপি ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। চূড়ান্ত মনোনয়ন যেকোনো হলে, ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এখন থেকেই প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করতে হবে। মতবিনিময় সভায় বরিশাল মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে টাউন হল চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন রহমাতুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিন্ট






















