, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নওগাঁয় ট্যাপেন্টাডল মাদকসহ ৩ চোরাকারবারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্তে পৃথক অভিযানে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ তিনজন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার মধ্যরাতে বস্তাবর ও কালুপাড়া বিওপির সদস্যরা রূপনারায়নপুর, ঝারকুড়ি ও মড়লই এলাকায় আলাদাভাবে তিনটি অভিযান চালায়। অভিযানে ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. জিয়ারুল হক (৪০), খাঁপুরের মৃত ফজলুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৪২) এবং ননপুকুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫)। বিজিবি বলেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর—১১ ও ১২, জিডি নং—২৯৮, তারিখ—৭ নভেম্বর ২০২৫)। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিকভাবে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তার ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় ট্যাপেন্টাডল মাদকসহ ৩ চোরাকারবারী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্তে পৃথক অভিযানে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ তিনজন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার মধ্যরাতে বস্তাবর ও কালুপাড়া বিওপির সদস্যরা রূপনারায়নপুর, ঝারকুড়ি ও মড়লই এলাকায় আলাদাভাবে তিনটি অভিযান চালায়। অভিযানে ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. জিয়ারুল হক (৪০), খাঁপুরের মৃত ফজলুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৪২) এবং ননপুকুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫)। বিজিবি বলেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর—১১ ও ১২, জিডি নং—২৯৮, তারিখ—৭ নভেম্বর ২০২৫)। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিকভাবে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তার ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট