খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে শত শত শিক্ষার্থী
- আপডেট সময় ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী বাজারের পাশে মনফল গ্রামে সওদাগর পাড়ার খালের ওপর নির্মিত লোহার সেতুটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর সংস্কারের দাবি জানালেও স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছেন না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে শত শত শিক্ষার্থী, কৃষক, অসুস্থ রোগী, সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা পারাপার করছে। সরেজমিনে দেখা গেছে, সেতুটি খুবই দুর্বল অবস্থায় রয়েছে। কাঠের তক্তাগুলো রোদ-বৃষ্টিতে পচে গেছে এবং অনেক জায়গায় কাঠের পরিবর্তে বাঁশ ও সুপারির গাছের কাণ্ড দিয়ে অস্থায়ীভাবে চলাচল চালানো হচ্ছে। যে কোনো মুহূর্তে এই সেতু ভেঙে খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সেতু দিয়ে ঘোষকাঠী বাজার, ঘোষকাঠী মহাবিদ্যালয়, মনোরঞ্জন বিদ্যানিকেতন ও ঘোষকাঠী মনফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী প্রতিদিন স্কুল, কলেজ ও মাদরাসায় যাতায়াত করে। পঞ্চম শ্রেণির ছাত্র ফাহিম বলেন, প্রতিদিন এই পুল দিয়ে স্কুলে যাওয়া খুবই ভয় লাগছে। কাঠগুলো ভেঙে গেছে এবং অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে। হাঁটার সময় মনে হয় পড়ে যাব। অন্যদিকে, ছাত্রতনিমা আক্তার বলেন, এই ভঙ্গুর সেতু পার হয়ে স্কুলে যাওয়া খুবই কষ্টকর। অনেক সময় পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা চাই দ্রুত একটি নতুন ও নিরাপদ সেতু নির্মাণ করা হোক যেন আমরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারি। গ্রামবাসীরা জানান, বহুবার সংস্কারের দাবি জানানো হয়েছে, কিন্তু কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জরুরি ভিত্তিতে এই সেতুর সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রেজাউল কবির বলেন, সেতুটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত এই সেতুর সংস্কার কাজ শুরু করা হবে বলে আশা করছি।
প্রিন্ট















