খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
অন্তর্বর্তীকালীন সরকার মানুষের কষ্ট বোঝে না : মির্জা ফখরুল
- আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাধ্যমে নির্ধারিত হবে গণভোট ও সনদের ব্যাপারগুলো। তিনি অভিযোগ করেন, এ বিষয়গুলো জনগণের বোঝার ক্ষমতা কম, বুঝে শিক্ষিত মানুষই। তবে কিছু লোক এই বিষয়গুলো জনগণের ওপর চাপানোর জন্য চেষ্টা করছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষ গণভোট বা সনদ বোঝে না। এখন কিছু কিছু ব্যক্তি এগুলো আমাদের ওপর চাপিয়ে দিতে চাইছে। আমরা স্বীকার করছি, প্রয়োজনীয় পরিবর্তনের জন্য আলোচনা হবে। তবে যেগুলো আমাদের সঙ্গে সঙ্গত করে না, সেগুলোর সিদ্ধান্ত হবে পার্লামেন্টে আলোচনা ও ভোটের মাধ্যমে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আগের প্রধানমন্ত্রী তার দলের নেতাকর্মীদের ছাড়াই চলে গেছেন, কারণ তার প্রতি তাদের কোনো দরদ ছিল না। কিন্তু বিএনপি এই দেশের দল—এখানেই জন্ম, এখানেই আমাদের মৃত্যু হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তিনি ‘শেষ নির্বাচন’ হিসেবে উল্লেখ করে বলেন, বয়স হয়েছে, শরীরও ভালো নেই। এই নির্বাচন সম্ভবত আমার জীবনের শেষ নির্বাচন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ—ধানের শীষে ভোট দিন, আমাকে ও আমাদের প্রার্থীর জন্য কাজ করার সুযোগ দিন। তিনি বলেন, এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়ি-পাল্লা প্রতীকের মধ্যে। মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এই সরকার মানুষের কষ্ট বোঝে না, কৃষকের সমস্যাও বুঝতে পারে না। বিএনপি সরকারে এলে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রিন্ট















