রাশিয়ার হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে ৪ জন নিহত
গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ২
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের
নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের মেডিকেল টিম
ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক
সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের মরদেহ
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারি ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
পরকীয়া করতে গিয়ে ধরা ৩ সন্তানের জনক-জননী
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
- আপডেট সময় ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে জিসান নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত জিসান স্থানীয় কাউছার মিয়ার ছেলে। ভুক্তভোগী তরুণী বলেছেন, তার বয়স ১৮ বছর। অনেক দিন ধরে জিসান বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে সুবিধা বুঝে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু সম্প্রতি বিয়ের কথায় রাজি করানোর সময় জিসান তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং তরুণীর কাছ থেকে নেওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার ফেরত দিতে অস্বীকৃতি জানান। রোববার (৯ নভেম্বর) এই ঘটনায় ক্ষুব্ধ তরুণী সকাল থেকে অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের জন্য অনশন করছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা জানায়, জিসানের বাবা কাউছার মিয়া নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি মানিকগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকাবাসী দাবি করেন, কাউছার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও প্রতারণাসহ নানা ধরনের অপরাধে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি বিভিন্ন নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এই ঘটনা সম্পর্কে আমাদের জানা হয়েছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে দেখা হচ্ছে।
প্রিন্ট





















