রাশিয়ার হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে ৪ জন নিহত
গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ২
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের
নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের মেডিকেল টিম
ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক
সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের মরদেহ
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারি ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
পরকীয়া করতে গিয়ে ধরা ৩ সন্তানের জনক-জননী
বিয়ের দাবিতে ৯ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী
- আপডেট সময় ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে দীর্ঘ নয় দিন ধরে অনশন করে চলেছেন এক হিন্দু তরুণী। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামের নারায়ণ মণ্ডলের কন্যা সঞ্চিতা মণ্ডল (২৬) দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দুরকানীর চর-সাউদখালী গ্রামের কবির হাওলাদারের ছেলে আলী হাওলাদার (১৭) এর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের কিছুদিন পর বিয়ের প্রতিশ্রুতিতে সঞ্চিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন। সঞ্চিতা অভিযোগ করেন, আলী তার কাছ থেকে বিয়ের কথা বলার সময় এক লাখ টাকা নিয়েছেন এবং সম্পর্কের সুযোগ নিয়ে শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। তবে পরে আলী পরিবারের সম্মতি না পাওয়ায় বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। এরপর থেকে আলী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখেছেন। নিরুপায় হয়ে ১ নভেম্বর বিকেলে সঞ্চিতা প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তার এই অনশন এখনো অব্যাহত রয়েছে এবং এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অনশনরত সঞ্চিতা মণ্ডল বলেন, আমি একটি এনজিওতে চাকরি করি। ফেসবুকের মাধ্যমে আলীর সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে বিয়ের আশ্বাসে আমার কাছ থেকে টাকা নিয়েছে, এবং পরে ভারতের থেকে তাকে দেশে আনার জন্য বিকাশে আরও বিশ হাজার টাকা পাঠিয়েছি। যদি এখন বিয়ে না হয়, তাহলে আমার জীবন অর্থহীন হয়ে যাবে। সে আমাকে বিয়ে করবে, নয়তো আমি আত্মহত্যা করব। অন্যদিকে, আলীর মা রেশমা বেগম বলেন, ছেলে এখন ভারতে রয়েছে, যোগাযোগ সম্ভব হচ্ছে না। যদি মেয়েটির অভিযোগ সত্য হয়, আমরা বিষয়টি বিবেচনা করে দেখব। এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট





















