রাশিয়ার হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে ৪ জন নিহত
গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ২
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের
নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের মেডিকেল টিম
ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক
সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের মরদেহ
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারি ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
পরকীয়া করতে গিয়ে ধরা ৩ সন্তানের জনক-জননী
নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
- আপডেট সময় ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রাতের গভীরে ছয়জনকে আসামি করে ১৯ বছর বয়সী ওই তরুণী সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগটি করেন। তবে এই বিষয়টি প্রকাশ পায় রোববার সন্ধ্যায়। মামলার আসামিরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) এবং রাশেদ (২২)। এদের মধ্যে প্রথম চারজনই ভাই। সব আসামির বাড়ি বরিশাল জেলায়। তরুণীর দাবি, মামলার আসামি ও ভুক্তভোগী তরুণী পূর্বপরিচিত। শুক্রবার দুপুরে বন্ধক রাখা জমির দলিল ফেরত দেওয়ার কথা বলে তাকে সাইনবোর্ড এলাকার ডেকে আনা হয়। পরে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে জালকুড়ি দশপাইপ এলাকার একান্ত নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই মাইক্রোবাসের ভিতর একজন আসামি তাকে ধর্ষণ করে। অন্যরা সহায়তা করে। ওই সময় তরুণী চিৎকার করলে তাকে হত্যার ভয় দেখানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর জানান, ওই তরুণীর পরিবারের সঙ্গে মামলার আসামিদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। তারা কেউই এই জেলার বাসিন্দা নয়। ধর্ষণের পরে ওই তরুণীকে আবার গাড়ি থেকে নামিয়ে সাইনবোর্ড এলাকায় ফেলে দেওয়া হয়। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
প্রিন্ট





















