, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

১১তম শ্রেণির আশ্বাস পাওয়ায় চলমান আন্দোলন স্থগিত করলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষক সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর নেতারা অংশ নেন। সেখানে শিক্ষকদের তিনটি মূল দাবির বিষয়ে বিশদ আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষক নেতাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষক নেতারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নিশ্চিত করা,
২. উচ্চতর গ্রেডের জটিলতা দূরীকরণে স্থায়ী সমাধান,
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত

আপডেট সময় ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

১১তম শ্রেণির আশ্বাস পাওয়ায় চলমান আন্দোলন স্থগিত করলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষক সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর নেতারা অংশ নেন। সেখানে শিক্ষকদের তিনটি মূল দাবির বিষয়ে বিশদ আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষক নেতাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষক নেতারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নিশ্চিত করা,
২. উচ্চতর গ্রেডের জটিলতা দূরীকরণে স্থায়ী সমাধান,
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।


প্রিন্ট