খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত, কর্মচারিদের হেনস্থা এবং বিদ্যালয়ের জানালার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া লিটন বলেন, গত শনিবার (৮ নভেম্বর) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার ও তার সহযোগী মনির, দুলালসহ মোট ২০ জন স্কুলের ভিতরে প্রবেশ করে শিক্ষকদের স্কুল কক্ষে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়াও তারা বিভিন্ন জানালা ভাঙচুর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, কিছু কুচক্রি মহল স্কুলের সুনাম নষ্ট করার জন্য চেষ্টাচরিত্র চালাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ৮ তারিখে একটি মহল স্কুলের গেট ভেঙে প্রবেশ করে আমাদের অবরুদ্ধ করে গালিগালাজ করে এবং মারধর করার চেষ্টাও করে। তাছাড়া জানালা ভাঙচুর করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার প্রত্যাশা করছি। স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন বলেন, স্কুলের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানের অকেজো লোহা ও আসবাবপত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৮ তারিখে এই মাল বিক্রি করা হয় সর্বোচ্চ দরদাতা মহাসিনের কাছে এক লাখ সাইত্রিশ হাজার চুয়ান্ন টাকা (১,৩৭,৫৪ টাকা)। কিন্তু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পছন্দের দরদাতা না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এক পর্যায়ে কাওসার ও তার সহযোগী মনির, দুলাল ও সাহেদসহ ২০ জন বিক্রিতে বাধা দেন। তাছাড়া তারা শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হয়ে স্কুলে অবরুদ্ধ করে রাখে এবং জানালা ভাঙচুর করে। পরে পুলিশ এসে শিক্ষকদের উদ্ধার করে। এতে উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মাসুম ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকর, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ প্রধান, বিদ্যালয়ের সব শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারিরা। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে স্কুলের পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেয় যে প্রতিষ্ঠানের অকেজো লোহা ও নষ্ট আসবাবপত্র বিক্রি করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৮ তারিখে সবচেয়ে বেশি দরদাতা মহাসিনের নিকট এক লাখ সাইত্রিশ হাজার চুয়ান্ন টাকা (১,৩৭,৫৪ টাকা) দরে বিক্রি হয়। কিন্তু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পছন্দের দরদাতা না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে কাওসার ও তার সহযোগী মনির, দুলাল ও সাহেদসহ মোট ২০ জন বিক্রিতে বাধা দেন এবং শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হয়ে স্কুলে অবরুদ্ধ করে রাখেন। তাছাড়া জানালা ভাঙচুরও করেন। পরে পুলিশ এসে শিক্ষকদের উদ্ধার করে।
প্রিন্ট















