খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পরীক্ষার কথা বলে হোটেলে ওঠেন বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তা, যেভাবে মিললো সন্ধান
- আপডেট সময় ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমান চাকরির পরীক্ষা দেয়ার জন্য মাদারীপুরের একটি আবাসিক হোটেলে ওঠেন। দুই দিন ‘নিখোঁজ’ থাকার পর মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে উদ্ধার করে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ জানায়, নাইম চাকরির পরীক্ষা দেয়ার কথা বলেছিলেন এবং অগ্রিম ভাড়া দিয়ে হোটেলে উঠেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ নভেম্বর) সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগদান করেন। দুপুরের পর তিনি ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়। তার নিখোঁজের খবর দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানায়, নাইম রোববার তাদের হোটেলে ওঠেন এবং জানান, একটির জন্য চাকরির পরীক্ষায় অংশ নেবেন ও দুই থেকে তিন দিন থাকবেন। অগ্রিম ভাড়া পরিশোধ করেন। হোটেলের রেজিস্ট্রারে তার ঠিকানা ঢাকা মিরপুরের পল্লবী এলাকা। তার বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের একটি আবাসিক হোটেল থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইমকে উদ্ধার করে। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানায়, নাইমকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে ঢাকার মতিঝিল থানায় হস্তান্তর করা হবে।
প্রিন্ট














