, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ছিনতাইয়ের ঘটনায় পুলিশসহ ৫ আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রিমান্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্য, তারা ডিবি, নৌ পুলিশ ও র‍্যাব-১০ এর সদস্য। অন্য দুইজন সাধারণ ব্যক্তি। মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গত সোমবার (১০ নভেম্বর) আদালতে হাজির করা হলেও মঙ্গলবার (১১ নভেম্বর) রিমান্ডের জন্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ৭ নভেম্বর সকাল ৭টার সময় শ্রীনগর উপজেলার রাধিখাল এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দোহার এলাকার স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই শ্রীনগরে অন্য ব্যবসায়ীর সঙ্গে লেনদেন সম্পন্ন করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তিনি আরও জানান, পথে তাদের থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তোলা হয়। এরপর হাতকড়া পরিয়ে নগদ ৬৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে তাদের ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর বলেন, মামলার তদন্তে নেমে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি ঢাকার সাভার থেকে জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুইজন সেনাবাহিনী থেকে আসা র‌্যাব সদস্য। তারা সামরিক আইনে বিচারাধীন থাকবেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩৯ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। আসামিদের নাম জানা না গেলেও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান, আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু কারো কাছ থেকেই আসামিদের নাম জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ছিনতাইয়ের ঘটনায় পুলিশসহ ৫ আসামি রিমান্ডে

আপডেট সময় ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রিমান্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্য, তারা ডিবি, নৌ পুলিশ ও র‍্যাব-১০ এর সদস্য। অন্য দুইজন সাধারণ ব্যক্তি। মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গত সোমবার (১০ নভেম্বর) আদালতে হাজির করা হলেও মঙ্গলবার (১১ নভেম্বর) রিমান্ডের জন্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ৭ নভেম্বর সকাল ৭টার সময় শ্রীনগর উপজেলার রাধিখাল এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দোহার এলাকার স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই শ্রীনগরে অন্য ব্যবসায়ীর সঙ্গে লেনদেন সম্পন্ন করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তিনি আরও জানান, পথে তাদের থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তোলা হয়। এরপর হাতকড়া পরিয়ে নগদ ৬৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে তাদের ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর বলেন, মামলার তদন্তে নেমে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি ঢাকার সাভার থেকে জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুইজন সেনাবাহিনী থেকে আসা র‌্যাব সদস্য। তারা সামরিক আইনে বিচারাধীন থাকবেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩৯ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। আসামিদের নাম জানা না গেলেও অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান, আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু কারো কাছ থেকেই আসামিদের নাম জানা যায়নি।


প্রিন্ট