খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
এবার তানজিন তিশার বিরুদ্ধে গুলশান থানায় জিডি
- আপডেট সময় ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
বিতর্ক যেনো শেষই হচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। সম্প্রতি একজন নারী উদ্যোক্তা তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। এরই ফলস্বরূপ একটি মামলা দায়ের হয়। এসব ঘটনার প্রভাব কাটতে না কাটতেই সায়ানা কুটর ফ্যাশন হাউজের মালিক ও ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। এই নারী উদ্যোক্তা বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন, যেখানে তিনি বলেন, আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার নিজস্ব ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। দেশের শীর্ষস্থানীয় তারকারা আমার ফ্যাশনের পোশাক পরিধান করেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৩ ডিসেম্বর বিবাদী তানজিন নাহার তিশা আমার কাছ থেকে ৭৫ হাজার মূল্যের একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য সংগ্রহ করেন। পরের দিন ফেরত দেওয়ার কথা থাকলেও এখনো তিনি শাড়িটি ফেরত দেননি। জিডিতে তিনি উল্লেখ করেন, আমি ১৫ ডিসেম্বর ২০২৪ সালে তার ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ করি। এর ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে তিনি অশ্লীল ভাষায় গালি-গালাজ করে জানে মারার হুমকি দেন। এমনকি ডিবি মাধ্যমে হেনস্থারও ভয় দেখান। এর প্রমাণ হিসেবে আমার মোবাইলের কল রেকর্ড রয়েছে। এরপরেও আমি ১৩ মার্চ ২০২৫ ও ১৮ মে ২০২৫ তারিখে তার সঙ্গে দেখা হলে বিনয়ের সঙ্গে শাড়িটি ফেরত চাইলেও তিনি অস্বীকার করেন। আরও উল্লেখ করেন, ৫ নভেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন সংবাদপত্রে তানজিন নাহার তিশার বিরুদ্ধে শাড়ি বিষয়ক মামলার খবর পেয়ে আমি তাকে ফেসবুক ম্যাসেঞ্জারে অনুরোধ করি। ৬ নভেম্বর তার স্টুডিওতে ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, ঝুটুন নামে আমার স্টাফকে ফোনে নাকি শাড়ি ফেরত চাইলে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার মানসম্মান নষ্টের চেষ্টা করেন। এছাড়া ৭ নভেম্বর ২০২৫ তারিখে তিশা আমাকে ফেসবুকের মাধ্যমে হুমকি দেন, মামলার ভয় দেখান এবং আমাকে সমাজে হেয় করার চেষ্টা করেন। আবার ১০ নভেম্বর ২০২৫ তারিখে আমাকে ম্যাসেজ করে বলেন, আমার ব্যবসা ভেঙে দেবেন, সুনাম নষ্ট করবেন ও আমার ডিজাইনের কাপড় কেউ পরবে না। এই সব ঘটনায় আমি বর্তমানে খুবই নিরাপত্তাহীন অনুভব করছি।
প্রিন্ট
















