খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পদ ফিরে পেলেন বিএনপির ১৭ নেতা
- আপডেট সময় ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
বিএনপি দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতিমালা ও আদর্শের বিরোধী কার্যকলাপের জন্য দেশের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ বাতিল করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এর আগে দলের শৃঙ্খলা লঙ্ঘন এবং নীতিমালা বিরোধী কর্মকাণ্ডের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগর গাছা থানার সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাদেক আলী, মহিলাবিষয়ক সাবেক সম্পাদক মোসা. ফিরোজা বেগম (সোনা), হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাটের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলাধীন জোরারগঞ্জ থানার যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী, কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য ও বিভিন্ন পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনকৃতির প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের বহিষ্কারাদেশ বাতিল করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, দলের শৃঙ্খলা ও নীতিমালা বিরোধী কার্যকলাপের জন্য হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখনের দলের প্রাথমিক সদস্য ও সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুসারে আজ তাদের পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
প্রিন্ট
















