খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার
- আপডেট সময় ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছয় জন কর্মকর্তাকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে তিনজনের স্থায়ী এবং তিনজনের সাময়িক বহিষ্কার কার্যকর করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামানের স্বাক্ষরিত পৃথক বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়। পরের দিন (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। স্থায়ী বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছে- সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস। অন্যদিকে, সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে- উপ-রেজিস্টার ফারজানা ইসলাম তনী, নজরুল ইসলাম হিরা ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে। ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী, শৃঙ্খলা বোর্ডের সুপারিশ ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তে তাদের চাকরি থেকে এই বহিষ্কার কার্যকর করা হয়। বহিষ্কার পত্রে বলা হয়েছে, সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। অন্যান্যদের অনুপস্থিতির তারিখ অনুযায়ী— উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ১৪ মার্চ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম ২৪ ডিসেম্বর, এবং উপ-রেজিস্টার নজরুল ইসলাম ১১ অক্টোবর ২০২৩ থেকে কর্মস্থলে অনুপস্থিত। এই অনুপস্থিতির ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়। এছাড়াও, বিভাগীয় মামলা থাকায় উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
প্রিন্ট















