খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জামিন পেলেন হিরো আলম
- আপডেট সময় ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত এই আদেশ দেন। সেই দিন তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিকেলের ৪টা ১০ মিনিটের দিকে আদালতের কক্ষে তোলা হয়। এ সময় হিরো আলমের আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করেন। অপর পক্ষের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০০ টাকার ব্যক্তিগত বন্ধনের মাধ্যমে তার জামিন মঞ্জুর করেন। সেই সময় মামলার বাদী রিয়া মনিও আদালত উপস্থিত ছিলেন। এর আগে ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা পাওয়ার পর শনিবার সকালে তাকে হাতিরঝিল থানার পুলিশ গ্রেপ্তার করে। মামলার সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে সমঝোতার জন্য হাতিরঝিল থানাধীন এলাকার একটি বাসায় ডাকা হয়। তখন হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন। এই হামলায় বাদীর শরীরে জখম হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রিন্ট
















