, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নারায়ণগঞ্জে কৃষক দলের নেতাকে প্রকাশ্যে গুলি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুরোনো বিরোধের জের ধরে কৃষক দলের এক নেতা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তির নাম পারভেজ, সে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং এলাকার ফিরোজের ছেলে। পুলিশ জানায়, পুরোনো দ্বন্দ্বের কারণে জাহিদ নামে এক যুবকের সঙ্গে পারভেজের মধ্যে বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে পারভেজকে রাস্তার মধ্যে আটকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। ওই সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়। এরপর এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত পারভেজকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পারভেজের উপর আঘাতের সময় একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে কৃষক দলের নেতাকে প্রকাশ্যে গুলি

আপডেট সময় ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুরোনো বিরোধের জের ধরে কৃষক দলের এক নেতা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তির নাম পারভেজ, সে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং এলাকার ফিরোজের ছেলে। পুলিশ জানায়, পুরোনো দ্বন্দ্বের কারণে জাহিদ নামে এক যুবকের সঙ্গে পারভেজের মধ্যে বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে পারভেজকে রাস্তার মধ্যে আটকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। ওই সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়। এরপর এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত পারভেজকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পারভেজের উপর আঘাতের সময় একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।


প্রিন্ট