বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
- আপডেট সময় ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
সাভার গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকায় মহাসড়কের ইউটার্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহন নামক বাসে এই অগ্নিনির্বাপণ হয়। এই বাসটি মূলত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বাসের চালক ও ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, বাসটি সাভার গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে দাঁড় করানো ছিল। বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. সেলিম। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ পেছনের দিক থেকে আগুন দেখতে পেয়ে চালক দ্রুত বাস থেকে নামেন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন। বাসচালক মো. সেলিম বলেন, আমি বাসের সামনে ইঞ্জিন কভার দিয়ে ঘুমোচ্ছিলাম। হঠাৎ পেছনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে বাস থেকে নেমে আসি। পরে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু তা সফল নয়। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে বাসে আগুন ধরেছে, সেটি তিনি জানেন না। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় ১০ শতাংশ অংশ পুড়ে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
প্রিন্ট
























