বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
হঠাৎ অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
- আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পেয়ে অর্থ মন্ত্রণালয় একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। রোববার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। সেখানে বলা হয়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ছবি ও ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আরও বলা হয়, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো সম্পর্ক নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরী, যেখানে ভয়েস পরিবর্তন করে এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে বলে মন্ত্রণালয় উল্লেখ করে। অর্থ মন্ত্রণালয় জানায়, ভুয়া ভিডিওটি সরানোর জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও বা সংবাদে বিভ্রান্ত না হওয়ার ও কোনো আর্থিক লেনদেনে অংশ নেওয়ার আগে যাচাই করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়, তাই সতর্ক থাকা প্রয়োজন।
প্রিন্ট


















