খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বরিশালে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলার তিনটি আলাদা এলাকায় পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিতভাবে হত্যা এবং একজনের আত্মহত্যা বলে স্বজনরা জানিয়েছেন। নিহতরা হলেন, খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মাস্টারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম (৪২), নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামের সবিতা মণ্ডল (৬০) এবং একই ইউনিয়নের বদরপুর গ্রামের ইভা বেগম (২১)। স্বজনরা অভিযোগ করেন, যুবলীগ নেতা আমিনুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে হাত-মুখ ধোয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। রোববার সকালে বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমিনুলের স্বজনরা দাবি করেন, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। অন্যদিকে, চর রমজানপুরের সবিতা মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, শনিবার রাতে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে একাই ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে ডাকাডাকিতে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখা যায়, দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। বিছানায় পড়ে থাকা সবিতা মণ্ডলের নিথর দেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের ধারণা, সংঘবদ্ধ দুর্বৃত্তরা আগেই ঘরে লুকিয়ে ছিল এবং চুরির চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করেছে। নিহতের একমাত্র ছেলে সুকুমার সম্প্রতি গ্রিস থেকে দেশে ফিরেছেন এবং ঘটনার সময় তিনি তার স্ত্রীর সঙ্গে বোনের বাড়িতে ছিলেন। অন্যদিকে, বদরপুর গ্রামের ইভা বেগম (২১) শনিবার রাতে শাশুড়ির বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বামী আক্কাস হাওলাদার। চার মাসের অন্তঃসত্ত্বা ইভা মুলাদী উপজেলার কাঁচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে। পাঁচ মাস আগে তার আক্কাসের সঙ্গে বিয়ে হয়। তবে আত্মহত্যার কারণ কেউ জানাতে পারেননি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, তিনজনের মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও যোগ করেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট















