, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

পটুয়াখালীতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সদর উপজেলার কাজীরহাট ব্রিজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ির সামনে জেলা যুবদলের সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি নিয়ে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অবস্থান করেন। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এই প্রতিবাদ আন্দোলন অনুষ্ঠিত হয়। জানা যায়, রুহুল কবির রিজভী সকালে পটুয়াখালীতে একটি অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা দিতে আসেন। পথে কাজীরহাট ব্রিজ এলাকার জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ বাতিলের জন্য নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই না থাকলে দলে দুঃসময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল হতো না। তিনি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি। অন্যদিকে, যুবদল নেতা সগির হোসাইন বলেন, রিমু ভাইয়ের মতো একজন নেতাকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করবে। এসময় রুহুল কবির রিজভী বলেন, আমি এখন একটি মানবিক কাজে এসেছি, কোনো রাজনৈতিক কাজে নয়। এ বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনার কারণে মো. রিমানুল ইসলাম রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

আপডেট সময় ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর সদর উপজেলার কাজীরহাট ব্রিজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ির সামনে জেলা যুবদলের সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি নিয়ে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অবস্থান করেন। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এই প্রতিবাদ আন্দোলন অনুষ্ঠিত হয়। জানা যায়, রুহুল কবির রিজভী সকালে পটুয়াখালীতে একটি অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা দিতে আসেন। পথে কাজীরহাট ব্রিজ এলাকার জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ বাতিলের জন্য নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই না থাকলে দলে দুঃসময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল হতো না। তিনি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি। অন্যদিকে, যুবদল নেতা সগির হোসাইন বলেন, রিমু ভাইয়ের মতো একজন নেতাকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করবে। এসময় রুহুল কবির রিজভী বলেন, আমি এখন একটি মানবিক কাজে এসেছি, কোনো রাজনৈতিক কাজে নয়। এ বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনার কারণে মো. রিমানুল ইসলাম রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।


প্রিন্ট