খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সিইসির
- আপডেট সময় ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
ভবিষ্যতে যে কোনও চ্যালেঞ্জ আসুক না কেন, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, এ কথা সতর্ক করে বলেছেন তিনি। সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন পরিস্থিতি, আচরণবিধি অনুসরণ এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে এক সভায় সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ভবিষ্যতে যে কোনও চ্যালেঞ্জই আসুক না কেন, কমিশন তা মোকাবেলা করার জন্য প্রস্তুত। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচন এড়ানো কঠিন হবে। তবে কমিশনের মনোভাব স্পষ্ট। তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে ইসির পক্ষ থেকে। নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, কোনও সমস্যা যাতে না হয়, তার জন্যই রয়েছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হলো, আচরণবিধি পালন নিশ্চিত করতে যাতে তারা নির্দেশ দেয়। তাদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের নেতাকর্মীদের আচরণবিধি মানানোর নির্দেশ দেয়, তবে কাজ অনেক সহজ হয়ে যায়। সকলের মতামত নিয়ে এই আচরণবিধি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষিত তরুণ-তরুণীরা এই দেশেই থাকবে। তাদের জন্য সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করে এক সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য আমাদের।
প্রিন্ট














