খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
‘জিরো টলারেন্স’ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা
- আপডেট সময় ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করে বলেছেন। তিনি উল্লেখ করেন, ভারতের নাগরিকদের নিরাপত্তার জন্য রাষ্ট্র তার সার্বভৌম অধিকার প্রয়োগ করতে বাধ্য। মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সরকারের প্রধানদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর সন্ত্রাসবাদের প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন, ‘এসসিও গঠিত হয়েছিল মূলত সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ মোকাবিলার জন্য—যা এখন আরও জটিল আকার ধারণ করেছে।’ বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বের সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। ভারত দেখিয়েছে, আমরা আমাদের নাগরিকদের রক্ষার জন্য সবসময় প্রস্তুত এবং প্রয়োজন হলে সেই অধিকার প্রয়োগ করতেও দ্বিধা করব না।’ সন্ত্রাসবিরোধী সংগ্রামে একমত হয়ে কাজ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, এসসিওকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার কাঠামো ও কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। তিনি সংস্থাটির আধুনিকীকরণ ও সংস্কার নিয়ে জোর দেন এবং দীর্ঘদিনের প্রস্তাব, রুশ ও চীনা ভাষার পাশাপাশি ইংরেজিকে সরকারি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেন। এসসিওতে উদ্ভাবন ও সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে এসসিও স্টার্টআপ ও ইনোভেশন বিষয়ক বিশেষ কার্যকরী দল ও এসসিও স্টার্টআপ ফোরাম—যা সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোক্তা বিকাশে কাজ করছে। ভাষণে শেষ করে জয়শঙ্কর বলেন, এসসিওকে আরও বিকশিত করতে হবে, তার এজেন্ডা সম্প্রসারণ করতে হবে এবং কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার আনা দরকার। এসব লক্ষ্য অর্জনে ভারত ইতিবাচক ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন। সূত্র: ডিডি নিউজ।
প্রিন্ট














