বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
মাছ ধরতে সুন্দরবনে গিয়ে প্রাণ হারালেন জেলে
- আপডেট সময় ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আব্দুস সাত্তার গাজী (৫৫) নামে এক জেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সুন্দরবনের কুকোমারি এলাকায় খালপাটা জাল বিছানোর সময় নদীর মধ্যে তার মৃত্যু হয় বলে বন বিভাগ স্বজনদের বরাতে নিশ্চিত করেছে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলি গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিসার ফজলুল হক জানিয়েছেন, সাত্তার গাজী নিবন্ধিত বনজীবী। তিনি বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন জেলে নৌকা নিয়ে। এর মধ্যে গহীন জঙ্গলের তক্তাখালী খালের মধ্যে মাছ ধরার সময় বুকে ব্যথা অনুভব করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে স্বজনরা বন বিভাগকে জানিয়েছেন। মঙ্গলবার তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মৃতের সহকারী জেলে খানজাহান আলীর ভাষ্য, গত ১২ নভেম্বর তারা তিনজন কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন। সোমবার দুপুরে কুকোমারী খালে জাল ফেলার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে আব্দুস সাত্তার। তখন নিজেকে ধরে রাখতে বলে সে নৌকায় পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় গত ছয় মাসে সুন্দরবনে মাছ শিকারে গিয়ে তিন জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। আব্দুস সাত্তারর ছেলে রাহুল ও বাবুল জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে সোমবার তার পিতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃতদেহ নিয়ে সহকর্মীরা বাড়িতে ফিরে আসে। সুন্দরবনে মাছ-কলকড়া শিকারে গিয়ে জেলেদের জন্য জরুরি কিছু ওষুধ রাখার দাবি জানিয়েছেন তারা। গত ছয় মাসে সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কলকড়া শিকারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোট তিন বনজীবীর মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসে খলিলুর রহমান (৬০) এবং মার্চ মাসে হরিপদ গাইনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কদমতলা স্টেশন অফিসার সুলতান আহমেদ জানান, অসুস্থ হয়ে মৃত্যু হলে বনজীবীদের জন্য বন বিভাগ আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ থাকে না।
প্রিন্ট

















