খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
কূটনৈতিক উত্তেজনায় জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করছে চীন
- আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চীন আবারও জাপানের সব ধরনের সামুদ্রিক খাদ্য আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জাপানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে। এই পদক্ষেপ নেওয়া হচ্ছে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে। এনএইচকে ও কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে চীন যে সামুদ্রিক খাদ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, সেটিই আবার কার্যকর করা হচ্ছে। ২০২৩ সালে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে নিসরণীয় বর্জ্য পানিকে সমুদ্রে ছেড়ে দেওয়ার পর প্রথমবারের মত নিষেধাজ্ঞা জারি করেছিল বেইজিং। কিয়োদোর প্রতিবেদনে বলা হয়েছে, চীন জাপানকে জানিয়েছে— ফুকুশিমা থেকে সমুদ্রে ছাড়ার পানির আরও পর্যবেক্ষণ প্রয়োজন, এজন্য আবারও নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। তবে এই নিষেধাজ্ঞা এমন সময় আসল, যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক বক্তব্যে দুই দেশের মধ্যে নতুন সংকট দেখা দিয়েছে। ৭ নভেম্বর সংসদে বক্তব্যে তিনি বলেন, যদি তাইওয়ানে চীনের সামরিক আঘাত জাপানের নিরাপত্তাকে হুমকিতে ফেলে, তবে টোকিও সামরিক প্রতিরোধ গড়তে পারে। চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে। চীনের কর্মকর্তারা ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো কঠোর প্রতিক্রিয়া জানালে জাপানও চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকতে বলে। ওসাকার চীনা কনসাল জুয়ে জিয়ান এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রীর উদ্দেশে উসকানিমূলক ভাষা ব্যবহার করেন, যা নিয়ে টোকিও বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। সংকট নিরসনে মঙ্গলবার বেইজিংয়ে আলোচনায় বসেন জাপানের এশিয়া-প্যাসিফিক বিভাগের শীর্ষ কর্মকর্তা মাসাকি কানাই ও চীনের লিউ জিনসং। তবে এই বৈঠকে কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি বলে দুই পক্ষই জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, তাকাইচির বক্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়মের লঙ্ঘন করে এবং দুই দেশের সম্পর্কের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। চীনের টেলিভিশন প্রতিবেদনে দেখা যায়, বৈঠকের শেষে দুই কূটনীতিক হাত মিলাননি— যা উত্তেজনার ইঙ্গিত দেয়। লিউ জিনসং সাংবাদিকদের বলেন, তিনি বৈঠকের ফলাফল নিয়ে ‘খুবই অসন্তুষ্ট’। নিষেধাজ্ঞার আগে জাপানের মোট সামুদ্রিক খাদ্য রপ্তানির এক-পঞ্চমাংশেরও বেশি চীনে যাচ্ছিল। এ ঘটনায় চলচ্চিত্র শিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। চায়না ফিল্ম নিউজ জানিয়েছে, উত্তেজনার কারণে দুটি আমদানি করা জাপানি সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে। ছবিগুলোর মুক্তির তারিখ ছিল ২২ নভেম্বর ও ৬ ডিসেম্বর। সূত্র: আল জাজিরা
প্রিন্ট














