বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ
- আপডেট সময় ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে ব্যবসায়ীরা মাছ রপ্তানি করতে পারছেন না। জটিলতা দূর না হলে প্রতিদিন কমবে অন্তত দেড় কোটি টাকার রপ্তানি আয় বলে মনে করছে ব্যবসায়ীরা। জানা গেছে, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ থেকে ৭০ টন হিমায়িত মাছ রপ্তানি হয় উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশেপাশের সাতটি রাজ্যে। প্রতি কেজিতে ২.৫ মার্কিন ডলার দরে রুই, কাতল, পাঙ্গাশ, তেলাপিয়া ও পাবদাসহ দেশের বিভিন্ন প্রজাতির মাছ রপ্তানি হয়। এই মাছ রপ্তানির জন্য সনদ দেয় মৎস্য বিভাগ। তবে এত দিন ম্যানুয়ালি এই সনদ দেওয়া হলেও ১৩ নভেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে সনদ দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু মৎস্য অধিদপ্তর সেই নির্দেশনা মানতে না পারায় বৃহস্পতিবার থেকে রপ্তানিকারকরা বিল অব এন্ট্রি দিতে পারছেন না। এর ফলে মাছ রপ্তানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, বন্দরের আয়র বেশি অংশই আসে মাছ রপ্তানির মাধ্যমে। এনবিআরের চিঠির ওপর ভিত্তি করে সনদ দেওয়া হলেও অনলাইন করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া না হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ভুগতে হচ্ছে। এই জটিলতা সমাধান না হলে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। এতে সরকারের রেমিট্যান্সও কমে যাবে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, এনবিআরের নির্দেশনার বিষয়টি আমাদের জানা ছিল না। গতকালই আমরা জানতে পেরেছি। আজ মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।
প্রিন্ট

















