খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
প্রার্থীতা পরিবর্তনের দাবিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- আপডেট সময় ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কমপক্ষে বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পর ওছখালী জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীরা মশাল মিছিলের আয়োজন করে। এই কর্মসূচিতে অংশ নিতে তমরদ্দি ইউনিয়নের নেতাকর্মীরা সন্ধ্যায় ওছখালী এলাকার দিকে রওনা দেন। শামীমপন্থী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন অভিযোগ করেন, ওছখালী বাজারের কাছে পৌঁছালে শামীমপন্থীরা তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত দশজন নেতা-কর্মী আহত হন। পরে শামীমপন্থীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে শামীমপন্থীরা পিছু হটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে, শামীমপন্থী হাতিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা বলেন, ওছখালী বাজারের রেডট্রি হোটেল এলাকার সামনে ‘ধানের শীষ’ মার্কার সমর্থকদের মিছিল বের হওয়ার সময় আজিমপন্থীরা মশাল মিছিল নিয়ে এসে হামলা চালায়। এতে তাদের দশ থেকে বারোজন আহত হয়। পরে, আজিমপন্থীরা শামীমপন্থী পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহদাতের বাড়িতে হামলা ও ছররা গুলি ছুঁড়ে। এছাড়াও, সড়কে দাঁড়িয়ে থাকা শামীমপন্থীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেন তিনি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কারো আহত হওয়ার খবর আমরা পাইনি।
প্রিন্ট















