খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড অর্জনকারী বিদ্যার্থীগণের সম্মাননা ও ক্যারিয়ার পরামর্শ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুর বাইপাস মোড়ে অবস্থিত ব্যারিস্টার মঈন ফিরোজীর ব্যক্তিগত কার্যালয়ে এই আয়োজন করা হয়। সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার মোট ১৭টি কলেজ ও মাদ্রাসার ১৫৮ জন কৃতি শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৯৯ জন ছাত্রী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা ভর্তি প্রস্তুতি, বিভাগ নির্বাচন, বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা কৃতী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যারিয়ার পরামর্শ সেশনও পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মো. শাকিল, সাধারণ সম্পাদক রাশেদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি ওয়াসিম মিয়া, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা এবং মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার। শেষে ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও সহায়তা ও ক্যারিয়ারমুখী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রিন্ট















