খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
- আপডেট সময় ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক, যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ও পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপি দোকানে যান। দোকানদার ওই শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করেন। এর পরে ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী দোকানদারকে মারধর করে। এরপর দোকানদাররা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে যশোর-চৌগাছা সড়কে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়, এতে দুই পক্ষই আহত হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে, স্থানীয়রা ক্যাম্পাসের সামনে সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে বিক্ষোভ দেখায়। এতে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায়, সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুরোধ জানাই। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে; কি কারণে এই ঘটনা ঘটেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন রাত সাড়ে আটটার দিকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত। আহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রিন্ট















