খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ঝামেলা ছাড়াই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের
- আপডেট সময় ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী যে কোনও ধরণের অশান্তি বা ঝামেলা ছাড়াই প্রথম ও মধ্যবর্তী পর্যায়ের নির্বাচন আসন্ন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা খুবই আশাবাদী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মধ্যবর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর ফলে নির্বাচনের আশপাশে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রিত এবং উপযুক্ত। এমন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হওয়ার বা হওয়ার আশঙ্কা দেখা দেবে। চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়া সংক্রান্ত বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক করা হয়েছে। তারা মনে করেছে, এটি ভালো সিদ্ধান্ত। আমরা সেটি দেখবো। দলের অভ্যন্তরীণ প্রত্যাশা ও প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল; নদীর মতো। এখানে প্রতিটি আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকেন। কিছু সমস্যা নিশ্চয়ই হবে, এটি আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই। বরং এতে বোঝা যায়, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক শক্তি। মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মখদুম সাব্বির মৃদুলসহ জেলা আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট















