খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ওই নারীকে চেনেন না আলী রীয়াজ
- আপডেট সময় ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের বিরুদ্ধে এক নারী মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক আলী রীয়াজ ওই নারীর সঙ্গে পরিচিত নন, এবং সরকার এই বিষয়টিতে গভীর মনোযোগ দিয়ে নজর রাখছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বিবেচনা করছে। বুধবার (২৬ নভেম্বর) ‘অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি: মানহানিকর বক্তব্যের প্রতিরোধ’ শিরোনামে এক বার্তায় প্রেস উইং এসব কথা উল্লেখ করে। রিপা নামে ওই নারী মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক আলী রীয়াজের চরিত্র হননের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন বলে জানানো হয়েছে। বার্তায় বলা হয়, ‘অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা প্রচার উদ্দেশ্যপ্রণোদিত।’ এ ধরনের বক্তব্য দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগে ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রথমে ছয়টি কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক আলী রীয়াজ। এই ছয়টি কমিশনের প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়, যেখানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেন। ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে প্রায় আট মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গত অক্টোবরে জুলাইয়ে জাতীয় সনদ চূড়ান্ত হয়। এরপর ওই বছরের ২৮ অক্টোবর জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প দুটি সুপারিশ জমা দেয় কমিশন। সেই ভিত্তিতে সরকার ২০২৫ সালে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করে।
প্রিন্ট














