খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পতাকা বৈঠকের পর দেশে ফিরল ভারতে আটক ৪ নারী
- আপডেট সময় ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
দালালের প্রলোভনে উন্নত জীবনের আশায় সীমান্ত পেরিয়ে ভারতের দিকে যাওয়া চার তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামের কচাকাটা থানার পূর্বকেদার সীমান্তে মূল পিলার ১০১৫ এর কাছে, সাব-পিলার ১৪-এস এর সংলগ্ন স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিনিময় সম্পন্ন হয়। প্রত্যাবর্তনকারী চার তরুণী হলো—পাবনা সদর থানার মালিগাছা গ্রামের আখি খাতুন (২০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আদিবা আক্তার (২৩), নেত্রকোণার দুর্গাপুরের শিরিনা আক্তার (২৬) এবং শরিয়তপুরের নড়িয়া উপজেলার তাসমিয়া আক্তার (১৮)। তারা সবাই ঢাকার বাড্ডা থানার নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টসে কাজ করতেন। আখি আক্তার জানায়, পরিচিত জান্নাত নামের এক নারীর প্রলোভনে তারা কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে। সীমান্তের ওপারে পূর্বনির্ধারিত একটি প্রাইভেট গাড়ি তাদের তুলে নিয়ে যায় গুয়াহাটি পর্যন্ত। ২৩ নভেম্বর সেখানে পুলিশ তাদের আটক করে। “উন্নত জীবনের আশায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম,” বলেন আখি। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কেদার কোম্পানির হাবিলদার শাহজাহান আলী। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন রুস্তম ক্যাম্পের ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার। হাবিলদার শাহজাহান আলী জানান, বিএসএফ চার তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে তাদের কচাকাটা থানায় সোপর্দ করা হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, চার তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রিন্ট















