খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে ৩ জন গুলিবিদ্ধ
- আপডেট সময় ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) এবং সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাবকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের সদস্যরা এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা তাদের ওপর এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ওসি আরও বলেন, আধিপত্যের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জেলা সদর হাসপাতালের চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, আহত দুজনকে রাবার বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রিন্ট















