, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

শুরু হলো মহান বিজয়ের মাস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ৭ বার পড়া হয়েছে

শুরু হলো মহান বিজয়ের মাস। এই মাসে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা উৎসবের আমেজ সৃষ্টি হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। অস্ত্রধারী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নের পূরণ ঘটায় এই মাসে। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন, মুক্তিযুদ্ধের চেতনাকে অবিস্মরণীয় করে রেখেছে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয়। এই দিন বাঙালি জাতি স্বতন্ত্র স্বদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। নিজেদের দেশের উপর গর্বিত হয়ে নিজেদের পতাকা উড়িয়ে নেয় লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। এই মাসেই হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসদের সহযোগিতায় দেশের মুক্তিযোদ্ধাদের, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এবার বিজয়ের মাস এসেছে নতুন রূপে, যেখানে রয়েছে গণতান্ত্রিক মুক্তির স্বপ্ন ও অভিযাত্রার আশা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর বিজয় উৎসবের জন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রকাশ করা হবে সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওতে। সেই দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শুরু হলো মহান বিজয়ের মাস

আপডেট সময় ৩ ঘন্টা আগে

শুরু হলো মহান বিজয়ের মাস। এই মাসে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা উৎসবের আমেজ সৃষ্টি হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। অস্ত্রধারী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নের পূরণ ঘটায় এই মাসে। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন, মুক্তিযুদ্ধের চেতনাকে অবিস্মরণীয় করে রেখেছে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয়। এই দিন বাঙালি জাতি স্বতন্ত্র স্বদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। নিজেদের দেশের উপর গর্বিত হয়ে নিজেদের পতাকা উড়িয়ে নেয় লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। এই মাসেই হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসদের সহযোগিতায় দেশের মুক্তিযোদ্ধাদের, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এবার বিজয়ের মাস এসেছে নতুন রূপে, যেখানে রয়েছে গণতান্ত্রিক মুক্তির স্বপ্ন ও অভিযাত্রার আশা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর বিজয় উৎসবের জন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রকাশ করা হবে সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওতে। সেই দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।


প্রিন্ট