, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৮ জেলে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৪ ঘন্টা আগে
  • / ৬ বার পড়া হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় অবৈধ মাছ ধরার অপরাধে আট জন জেলেকে বন বিভাগ আটক করেছে। সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মো. ফজলুল হক জানিয়েছেন, গত শনিবার (২৯ নভেম্বর) বিকালে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ছয়টি ডিঙ্গি নৌকা ও ৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। রোববার (৩০ নভেম্বর) দুপুরে আটককৃত জেলেদের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন- রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহেরালী গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৪), কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত বক্সো গাজীর ছেলে আব্দুল সালাম (৫৫), একই গ্রামের রহমত উল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৫৪), মৃত ফরমান সরদারের ছেলে মনতেজ আলী সরদার (৭০), সাহেবখালি গ্রামের মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), ও পৌরসভার চিংড়িখালি গ্রামের আব্দুল মজিদ গাইনের ছেলে নুর ইসলাম (৪৭)। সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তারা জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার দোষে জেলেদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৮ জেলে আটক

আপডেট সময় ৪ ঘন্টা আগে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় অবৈধ মাছ ধরার অপরাধে আট জন জেলেকে বন বিভাগ আটক করেছে। সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মো. ফজলুল হক জানিয়েছেন, গত শনিবার (২৯ নভেম্বর) বিকালে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ছয়টি ডিঙ্গি নৌকা ও ৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। রোববার (৩০ নভেম্বর) দুপুরে আটককৃত জেলেদের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন- রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহেরালী গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৪), কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত বক্সো গাজীর ছেলে আব্দুল সালাম (৫৫), একই গ্রামের রহমত উল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৫৪), মৃত ফরমান সরদারের ছেলে মনতেজ আলী সরদার (৭০), সাহেবখালি গ্রামের মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), ও পৌরসভার চিংড়িখালি গ্রামের আব্দুল মজিদ গাইনের ছেলে নুর ইসলাম (৪৭)। সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তারা জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার দোষে জেলেদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট