বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে এক শ্রমিকের মৃত্যু ঘটানোর অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকার হক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কারখানার একজন শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত শ্রমিকের নাম গোলাম রাব্বি (১৮), তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার কমলাশ্রাম গ্রামের কৃষক মো. মামুনের ছেলে। গ্রেপ্তার হওয়া রবিন মিয়া (২০) নেত্রকোনার কলমাকান্দার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সকালে গোলাম রাব্বির বাবা টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলাটি দায়ের করেন। জানা গেছে, রাব্বি কারখানায় ময়দা ও চিনির বস্তা খোলার কাজে নিয়োজিত ছিলেন। শনিবার দুপুরে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করার সময় তার দেহে ময়দা ও চিনি লেগে যায়। সেই সময় কারখানার কম্প্রেসর মেশিনে বাতাস দিয়ে শরীর থেকে ময়দা ও চিনি পরিষ্কার করছিলেন রবিন। হঠাৎ করে কম্প্রেসর পাইপটি রাব্বির পায়ুপথে প্রবেশ করলে প্রচণ্ড চাপের বাতাস পায়ুপথে প্রবেশ করে। এতে রাব্বি অসুস্থ হয়ে পড়লে অন্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান জানান, শনিবার দুপুরে কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। রাব্বির দেহে ময়লা থাকায় কম্প্রেসর চালু করে শরীরে বাতাস প্রবেশ করানো হয়। তখন রবিন পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে আহত করে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে রবিনকে পুলিশে সোপর্দ করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের বাবা গতকাল সকালে রবিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। রবিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয় এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রিন্ট
















