বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে উঠতে হলে চীনের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। এই গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে কিছুই করে দেখাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। চীনের কাছে হেরে বাছাইপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ। রোববার (৩০ নভেম্বর) চীনের তঙ্গিলা লং স্টেডিয়ামে স্বাগতিক চীনের বিরুদ্ধে ৪-০ গোলের হার হয় বাংলাদেশের। পাঁচ ম্যাচে চারটি জিতেছে এবং একটিতে হেরেছে বাংলাদেশ, ফলে তারা ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ করল বাছাই পর্ব।
দুই দলের পয়েন্ট সমান ১২ করে থাকায় এবং চীনের গোল পার্থক্য বেশি থাকায় মূল পর্বে যেতে বাংলাদেশের জন্য জয়ের বিকল্প ছিল না। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ; নবম মিনিটে সতীর্থের ক্রসে শুয়াই ওইহাও নিখুঁত টোকায় এগিয়ে নেন চীনকে।
ওইহাওয়ের দ্বিতীয় গোলের জন্য দায়ী কামাল মৃধা। তার কাছ থেকে বল নিয়ে পোস্ট ছেড়ে আসা গোলকিপারকে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড। ৫৩তম মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন ওহাইও।
বাকি সময়েও বাংলাদেশের কিছু করার ছিল না। উল্টো ম্যাচের ৮৮তম মিনিটে আরেকটি গোল খেয়ে বসে দল। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চীন গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পৌঁছায়।
তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ব্রুনাইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেয় লাল-সবুজের দল। এরপর শ্রীলঙ্কা ও বাহরাইনকে যথাক্রমে ৫-০ ও ২-১ গোলে পরাস্ত করে তারা।
প্রিন্ট





















