, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • / ২ বার পড়া হয়েছে

রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুটি কোচের ফাঁক দিয়ে ছাদে উঠে পড়া এক কিশোরের পরিচয় জানা গেছে। তার নাম ইয়াসিন। রোববার রাত ৮টার পরে আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে ওঠে সে। সচিবালয় স্টেশনে পৌঁছে দেখা যায়, দুই বগির মধ্যের হুক ধরে ঝুলে রয়েছে ইয়াসিন। কিছুক্ষণ পর সে ট্রেনের ছাদে উঠে পড়ে। তার সঙ্গে থাকা আরেক কিশোর রেললাইনের উপর দিয়ে দৌড়ে পালায়। নিরাপত্তা কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ইয়াসিনকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনেন। ঘটনার পরে রোববার রাতেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ক্ষুদেবার্তায় জানায়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে দুই ব্যক্তি মেট্রোরেলের ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কিছু সময়ের জন্য অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ওঠা দুই কিশোরের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে গেছে। তার পরিচয় ও অবস্থান শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের সূত্র জানায়, কিশোরটির বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হয়তো কোনও শিশুসদনে ছিল। কিছুটা মানসিক সমস্যা থাকলেও সম্ভবত সে অপ্রকৃতিস্থ। নাম প্রকাশ না করার শর্তে ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, মেট্রোরেলের লাইনের ওপর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থার ক্যাটিনারি সিস্টেম রয়েছে। ট্রেনের ছাদের সঙ্গে ওই তার সংযুক্ত থাকায় বিদ্যুৎ পরিবাহিত হয়। কিশোরটি ছাদে কীভাবে উঠেছে, তা দেখে মনে হচ্ছে, তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি ছিল। এই ধরনের ঘটনা মেট্রোরেল চালুর পর আর ঘটেনি। ফলে বিষয়টি কিছুটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম

আপডেট সময় এক ঘন্টা আগে

রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুটি কোচের ফাঁক দিয়ে ছাদে উঠে পড়া এক কিশোরের পরিচয় জানা গেছে। তার নাম ইয়াসিন। রোববার রাত ৮টার পরে আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে ওঠে সে। সচিবালয় স্টেশনে পৌঁছে দেখা যায়, দুই বগির মধ্যের হুক ধরে ঝুলে রয়েছে ইয়াসিন। কিছুক্ষণ পর সে ট্রেনের ছাদে উঠে পড়ে। তার সঙ্গে থাকা আরেক কিশোর রেললাইনের উপর দিয়ে দৌড়ে পালায়। নিরাপত্তা কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ইয়াসিনকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনেন। ঘটনার পরে রোববার রাতেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ক্ষুদেবার্তায় জানায়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে দুই ব্যক্তি মেট্রোরেলের ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কিছু সময়ের জন্য অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ওঠা দুই কিশোরের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে গেছে। তার পরিচয় ও অবস্থান শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের সূত্র জানায়, কিশোরটির বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হয়তো কোনও শিশুসদনে ছিল। কিছুটা মানসিক সমস্যা থাকলেও সম্ভবত সে অপ্রকৃতিস্থ। নাম প্রকাশ না করার শর্তে ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, মেট্রোরেলের লাইনের ওপর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থার ক্যাটিনারি সিস্টেম রয়েছে। ট্রেনের ছাদের সঙ্গে ওই তার সংযুক্ত থাকায় বিদ্যুৎ পরিবাহিত হয়। কিশোরটি ছাদে কীভাবে উঠেছে, তা দেখে মনে হচ্ছে, তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি ছিল। এই ধরনের ঘটনা মেট্রোরেল চালুর পর আর ঘটেনি। ফলে বিষয়টি কিছুটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


প্রিন্ট