রাশিয়ার হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে ৪ জন নিহত
গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ২
খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের
নরসিংদীতে যুবলীগ নেতার সাত কোটি টাকার সম্পদ ক্রোক করলো দুদক
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের মেডিকেল টিম
ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক
সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের মরদেহ
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারি ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
পরকীয়া করতে গিয়ে ধরা ৩ সন্তানের জনক-জননী
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারি ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আবুল বাশার বসু কোম্পানি নামে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এই সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা সদর উপজেলার মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয়। অভিযুক্ত ব্যক্তি বাহার উদ্দিনকে স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে চিহ্নিত করা হয়। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজারের বিকেবি ব্রিকস ফিল্ডে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বসু কোম্পানি বিকেবি ব্রিকস ও বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজারের বাসিন্দা। অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তার রাজনৈতিক পদ বা গুরুত্ব জানা যায়নি। আহত ব্যক্তি জানায়, তিনি ঠিকাদারি ও ব্রিকস ফিল্ডের ব্যবসা করেন। প্রায়শই তার কাছ থেকে চাঁদা আদায় করত বাহার। মটবি এলাকায় তার প্রায় এক কোটি টাকার রাস্তার কাজ চলমান। সেখানে বাহার ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানি সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়। চাঁদার টাকা না দেওয়ায়, ঘটনার সময় সে তার অনুসারীদের নিয়ে বসু কোম্পানির ইটভাটায় যায়। সেখানে বসু কোম্পানির মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে চলে যায়। এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজের দিকে পিস্তল তাক করে। পরে আহত অবস্থায় ব্যবসায়ী বসুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, বাহার চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তিনি বলেন, তার সামনে অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখানো হয় এবং আবুল বাশার বসু কোম্পানিকে মারধর করা হয়। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অভিযুক্ত বাহার উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট




















