, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৪ ঘন্টা আগে
  • / ৮ বার পড়া হয়েছে

ভারতে পাচারকালে যশোরে ২৪ ক্যারেটের ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ইমরান হোসেন নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। সোমবার দুপুরে যশোরের বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ইমরান সাতক্ষীরা জেলার সরকারপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সদর উপজেলার বাউলিয়া বাজারে টহল চলাকালে ইমরানের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির সদস্যরা তার দেহ থেকে কোমরে লুকানো স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা। জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, তিনি রাজধানীর মালিবাগের চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘ভারতে চোরাকারবারি ও স্বর্ণ পাচার বেড়েছে। এই অপরাধীদের ধরতে বিজিবির দায়িত্ব আরও বাড়ানো হয়েছে এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে।’ তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ভারতে পাচারকালে ৭০ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

আপডেট সময় ৪ ঘন্টা আগে

ভারতে পাচারকালে যশোরে ২৪ ক্যারেটের ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ইমরান হোসেন নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। সোমবার দুপুরে যশোরের বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ইমরান সাতক্ষীরা জেলার সরকারপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সদর উপজেলার বাউলিয়া বাজারে টহল চলাকালে ইমরানের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির সদস্যরা তার দেহ থেকে কোমরে লুকানো স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা। জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, তিনি রাজধানীর মালিবাগের চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘ভারতে চোরাকারবারি ও স্বর্ণ পাচার বেড়েছে। এই অপরাধীদের ধরতে বিজিবির দায়িত্ব আরও বাড়ানো হয়েছে এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে।’ তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট