নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ মিললো মরদেহ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞ মূল দল
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ব্যাপক আস্থা বাংলাদেশের মানুষের
হয়রানিমূলক ও কল্পনাপ্রসূত মামলা করেছেন সাদিক কায়েম: ছাত্রদল
সেই আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলিয়ে ‘দাসের শান্তি’ চাই না
মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি বার্তা শিক্ষা উপদেষ্টার
সেই আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৯ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য শাহনাজ পারভীন রানীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত দুইটার দিকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের হালিম খানের স্ত্রী। এর আগে ওই দিন দুপুরে পুলিশের উপস্থিতিতে কৌশলে তার নিজ বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী এই গ্রামের হালিম খানের স্ত্রী। বাকেরগঞ্জ থানার সূত্র জানিয়েছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালত তাকে চলতি বছর ১২ ফেব্রুয়ারি এক বছর কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ১১ লাখ ৭০ হাজার টাকা চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পর থেকে তিনি গোপন ছিলেন। সোমবার দুপুরে বাকেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, আসামি রানী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির মাঝে তিনি পালিয়ে যান। এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে তিনি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ যখন সেখানে পৌঁছায়, তিনি পালিয়ে যান। ওসি আরও জানান, রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রিন্ট

























