বাড়ল এলপি গ্যাসের দাম
এবার লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন
হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো
তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানে বন্দুক হামলায় সহকারী কমিশনারসহ নিহত ৪
নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ মিললো মরদেহ
লিটন ব্রিজের নিচে মিলল মরদেহ
বঙ্গোপসাগরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
বাজেট কমানো ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাতিসংঘ মহাসচিবের
বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাপ্রধান
- আপডেট সময় ৫ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে নতুন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৯তম দীর্ঘমেয়াদি বিএমএ কোর্স ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি স্মরণে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি, সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক অস্ত্রে সমৃদ্ধ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য ব্যক্ত করেন তিনি। প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ নেওয়ার মাধ্যমে নতুন অফিসারদের দায়িত্ব এসেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কঠোর সামরিক প্রশিক্ষণের পর এই কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন সেনা অফিসারদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ সম্মাননা ও সামরিক শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মধ্যে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট এবং উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের পিতা-মাতা ও অভিভাবকগণ এবং গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রিন্ট


























