নওগাঁয় শুরু হলো মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী
ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন খালেদা জিয়া: রাশেদ খান
খালেদা জিয়ার ‘ডিপ সিচুয়েশন’, সুস্থতা কামনা জামায়াত আমিরের
গাইবান্ধায় কাটাখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নীরব
গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছে চীনা ও ব্রিটিশ বিশেষজ্ঞ দল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবচরে দোয়া মাহফিল
ছাদ থেকে পড়ে মারা গেলেন অভিনেতা
- আপডেট সময় ১২ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
নেটফ্লিক্স ও নিকেলোডিয়নের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য পরিচিত ব্রাজিলীয় অভিনেতা টনি জার্মানো সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর জানানো হয় ২৬ নভেম্বর। এ বয়সে তার বয়স ছিল ৫৫ বছর। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, ২৬ নভেম্বর সকালে সাও পাওলোতে একটি বাড়ির সংস্কার কাজ দেখছিলেন টনি। হঠাৎই তিনি ছাদ থেকে পড়ে যান। দুর্ঘটনার আগে তিনি মা-বাবার বাড়িতেই ছিলেন। ধারণা করা হয়, ভারসাম্য হারিয়ে তিনি পড়ে গিয়েছিলেন। তার একজন মুখপাত্র এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পাশাপাশি উল্লেখ করেছেন, দুর্ঘটনায় তার আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, টনি তার নিষ্ঠা, উদারতা এবং অসীম প্রতিভার এক অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন। যা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জনকারী সকলের মনকে স্পর্শ করেছে। ব্রাজিলীয় এই তারকা দীর্ঘ তিন দশকের অধিক সময় ধরে অভিনয় ও কণ্ঠদান করেছেন। শিশু-কিশোরদের জন্য নির্মিত নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন সিরিজে এবং ডিজনির লাইভ-অ্যাকশন চলচ্চিত্র বিউটি অ্যান্ড দ্য বিস্টে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এছাড়া, নেটফ্লিক্সের শো গো, ডগ, গো-র মতো সিরিজেও তার কণ্ঠের ছাপ রয়েছে। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস এবং শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্টেও তার অবদান রয়েছে।
প্রিন্ট
























