টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ২ প্রার্থী
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত
মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত নবজাতক উদ্ধার
- আপডেট সময় ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মাদারীপুরে একটি ব্যক্তিগত ক্লিনিকের শৌচাগারের ভিতর থেকে রক্তক্ষরণ অবস্থায় এক কণ্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানান্তর করা হয়েছে ২৫০ শয্যার জেলা হাসপাতালে। তাৎক্ষণিকভাবে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিকের কর্তৃপক্ষ। এ বিষয়ে সমাজসেবা বিভাগের কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম শৌচাগার পরিষ্কার করতে যান। এ সময় তিনি শৌচাগারের ভিতরে রক্তাক্ত অবস্থায় এক নবজাতক দেখতে পান। পরে তিনি বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষের নজরে আনেন। শিশুটিকে উদ্ধার করে দ্রুতই ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। প্রথম দিকে শিশুটির অবস্থা গুরুতর হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নার্সরা। অন্যদিকে পুলিশ জানাচ্ছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের একজন কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখে আমাদের জানান। এরপর দ্রুতই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ।’ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, ‘নবজাতকের বয়স এক দিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। দ্রুত সেবা দেওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’ মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘শিশুটির মা-বাবার পরিচয় জানার জন্য ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি, সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রিন্ট





















