পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত
শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি
ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি
জামিন পেলেন মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নান
গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি
টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ
আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
ভারতকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান
হাদির হত্যাকারী সম্পর্কে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই
জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা
সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক
- আপডেট সময় ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক সময় কৃষকদের দ্বারা এক কৃষি কর্মকর্তাকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার উমরাডাঙ্গী বাজারে। আহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মধ্যে সার বিতরণ করছিলেন। এ সময় তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে আসছিল পাঁচজন কৃষক। অন্যদিকে বেশ কিছু কৃষক সার পাচ্ছিল না। এই বিষয়টি কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের সাথে কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কৃষকেরা কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে মারধর করে ও দাঁত ভেঙে দেয়। এই ঘটনায় আহত অবস্থায় তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, “তার মাথায় জখম হয়েছে এবং দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।” রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রিন্ট


























