ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
ধনবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা ও গণ ইফতার
- আপডেট সময় ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে নফল রোজা, গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার পৌর শহরের চৌরাস্তা মোড়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও খালেদা জিয়ার সমর্থকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন। আলোচনা পর্বে বক্তৃতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক রেজাউল করিম, মামুনুর রশীদ টিয়া, খলিল মাস্টার ও জয়নাল আবেদীন খান বাবলু। দোয়া শেষে ধনবাড়ী কলেজ মাঠে গণ ইফতার অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। তিনি বলেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশের বাইরে ও দেশের ভিতরে ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি অভিযোগ করেন, ধনবাড়ী সরকারি কলেজ মাঠে দোয়া মাহফিলের অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের বাধা এড়ানোর জন্য তিনি আহ্বান জানান। উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম।
প্রিন্ট


























