, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সাবেক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক কর্মীর হামলায় এক জামায়াত নেতা গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত জামায়াত নেতার নাম আপেল মাহমুদ। তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান হঠাৎ করে আপেল মাহমুদকে আঘাত করে। হামলার সময় হাসান হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তার হাতে আঘাত করে। এতে তার হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদ চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় হাসান দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আপেল মাহমুদকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার জানান, মৌখিক অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সাবেক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ

আপডেট সময় ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক কর্মীর হামলায় এক জামায়াত নেতা গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত জামায়াত নেতার নাম আপেল মাহমুদ। তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান হঠাৎ করে আপেল মাহমুদকে আঘাত করে। হামলার সময় হাসান হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তার হাতে আঘাত করে। এতে তার হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদ চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় হাসান দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আপেল মাহমুদকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার জানান, মৌখিক অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট